ঢাকা বিশ্ববিদ্যালয়
সালঃ 2008
ঘ ইউনিট
ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট এর প্রশ্নপত্র এবং সমাধান: 2008 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট ভর্তি পরীক্ষায় আসা সকল প্রশ্নপত্র এবং এর ব্যাখ্যা সহ সমাধান। এছাড়া এখন ঘরে বসে অনলাইনেই পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতির এবং মডেল টেস্ট দেওয়ার সুব্যবস্থা।
সমিল অক্ষরবৃ্ত্ত
মুক্তক অক্ষরবৃত্ত
স্বরমাত্রিক
মাত্রাবৃত্ত
ব্যাখ্যা সংযোজন করা হয় নাই।
ধুরন্ধর
কর্মদক্ষ
কর্মবীর
সুকর্মী
ব্যাখ্যা সংযোজন করা হয় নাই।
তদ্দর্শনে
অধীন
নির্দোষিতা
আবশ্যকীয়
ব্যাখ্যা সংযোজন করা হয় নাই।
অবরোধ
শক্তিজোট
নির্ধারিত এলাকা
নির্দিষ্টসংখ্যক অট্টালিকা
ব্যাখ্যা সংযোজন করা হয় নাই।
মন: + কষ্ট = মন:কষ্ট
ইত: + পূর্বে = ইতোপূর্বে
সিম্ + হ = সিংহ
শ্রু + অন = শ্রবণ
ব্যাখ্যা সংযোজন করা হয় নাই।
ওকে খেতে ডেকে আন।
দূর থেকে পাহাড় নিচু দেখায়।
কেমন শীত শীত করছে।
তা, আপনার কী করা হয়?
ব্যাখ্যা সংযোজন করা হয় নাই।
তিন
চার
পাঁচ
ছয়
ব্যাখ্যা সংযোজন করা হয় নাই।
ঐ প্রশ্নে আমি অবশ্যই তোমার সঙ্গে ভিন্ন মত পোষণ করব।
ঐ বিবেচনায় আমি অবশ্যেই তোমার সঙ্গে কোম্পানিটি ভাগ করে নেব।
ঐ কারণে আমি অবশ্যই তোমার সঙ্গ ত্যাগ করব।
ঐ প্রশ্নে আমি নিশ্চয়ই তোমার বিরুদ্ধে যাব।
ব্যাখ্যা সংযোজন করা হয় নাই।
প্রদাষ; যুধিষ্ঠর; চান্দ্রায়ণ; পরান্ন
সমীক্ষন; বিপন্ন; শতবার্ষিক; সাইরেন
শেকসপিয়র; পরিষ্কার; সুরকি; সৌষ্ঠ্যব
প্রণয়ন; পরিবহন; দুর্নীতি; হস্তিনী
ব্যাখ্যা সংযোজন করা হয় নাই।
বোমা ফাটানো
পাড়াপড়শির চক্ষুশূল
চড়াই উৎরাই
ধর্মের কল বাতাসে নড়ে
ব্যাখ্যা সংযোজন করা হয় নাই।
স্রোতপূর্ণ জল
ঘূর্ণমান জল
কালস্রোত
আঁকাবাঁকা স্রোত
ব্যাখ্যা সংযোজন করা হয় নাই।
একটি তুলসী গাছের কাহিনী
একুশের গল্প
সাহিত্যে খেলা
ভাষার কথা
ব্যাখ্যা সংযোজন করা হয় নাই।
”সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা।”
”বুকেতে তাহারে জড়ায়ে ধরিয়া কেঁদে হইতাম সারা।”
”এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা।”
”আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ।”
ব্যাখ্যা সংযোজন করা হয় নাই।